কলকাতা ব্যুরো: করোনাকে পিছনে ফেলে সর্বভারতীয় সংবাদমাধ্যমে এখন কয়েক যোজন এগিয়ে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। কোনো মিডিয়া মৃত অভিনেতার ব্যাক্তিগত ডাইরি হাতে নিয়ে এক্সক্লুসিভ খবর দিচ্ছে দর্শকদের, কেউ আবার সুশান্তের মৃত্যুর সঠিক বিচার চেয়ে পাবলিক সেন্টিমেন্ট জড়ো করতে মাঠে নেমেছে সব শক্তি দিয়ে।
এই অবস্থায় আজ সুপ্রিম কোর্টে রেহা চক্রবর্তীর আবেদনের চূড়ান্ত রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। সুশান্তের বান্ধবী রেহার আবেদন মতো পাটনা থেকে তদন্ত মুম্বাইয়ে সরিয়ে নেওয়া আদপে হবে কি না জানা যেতে পারে সেই রায়। আবার বিহার সরকারের সবুজ সংকেত পাওয়ায় যে মামলার তদন্ত কেন্দ্র ইতিমধ্যে সপে দিয়েছে সিবিআইকে, সেই মামলার জায়গা কি করে একটা কেন্দ্রীয় এজেন্সিকে বেঁধে দেয় সুপ্রিম কোর্ট সেই কৌতূহলও রয়েছে।
ফলে গত কয়েকদিন ধরে সর্বভারতীয় মিডিয়ার সুশান্ত নিয়ে একের পর এক নতুন তথ্য শোনার থেকেও আদপে দেশের শীর্ষ আদালত কি বলে তা জানার জন্য মুখিয়ে আছে সাধারণ মানুষের একটা বর অংশই।
ইতিমধ্যে ইডি এই মামলায় বোনকে ডেকে ভাই সুশান্তের আর্থিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছে। আবার মুম্বাই পুলিশ ঘটনার ৫০ দিন পর্যন্ত যে ৫৬ জনের বয়ান রেকর্ড করেছিল, প্রথম দফায় তার থেকে পাঁচ জনকে তলব করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই।
কেননা সব এজেন্সিই কিছুটা ধীরে চলো নীতি নিয়ে আপাতত চোখ রেখেছে আজ সুপ্রিম কোর্টের গতিবিধির দিকেই।