কলকাতা ব্যুরো : রাশিয়ার ভ্যাকসিন আবিষ্কারে অনেকেই আনন্দিত। আবার প্রশ্নও তুলছে অনেকে। এত দ্রুত ? কিন্তু কানাডা একেবারে “না” বলে দিল। স্পুটনিক-৫ ভ্যাক্সিনকে অনুমোদন দেবে না কানাডা , সাফ কথা কানাডার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাওয়ার্ড এনজুর। এদিকে সরাসরি না বললেও স্পুটনিক -৫ এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকা ও ব্রিটেনও। ক্লিনিক্যাল ট্রায়ালের এর দু’মাসের কম সময়ের মধ্যে কি করে ভ্যাক্সিন ছাড়পত্র পেলো এমন প্রশ্ন উঠছে নানা মহল থেকে। হু রাশিয়াকে সতর্ক করে বলেছে তড়িঘড়ি ভ্যাক্সিন আবিষ্কার করতে গিয়ে তারা যেন প্রচলিত পথ থেকে সরে না যায়।
এদিকে ক্রেমলিন সূত্র জানাচ্ছে তারা বরাবরই বিশ্বকে চমকে দিয়েছে অতীতে। স্মল পক্স-র ভ্যাক্সিন ই হোক বা মহাকাশযান স্পুটনিক এর উথক্ষেপণ । জানা যাচ্ছে অক্টোবরে রাশিয়ায় গণ টিকাকরণ কর্মসূচী শুরু হতে পারে। এই বছরের শেষে ২ কোটি টিকা তৈরি করা সম্ভব বলে আশাবাদী রাশিয়া।