কলকাতা ব্যুরো: প্রবল জলোচ্ছাস ও বৃষ্টিতে জলের চাপে সাগরে রিং বাঁধে ভাঙ্গন শুরু হলো। শুক্রবার বৃষ্টির মধ্যে সুমতিনগর রিং বাঁধে ভাঙ্গন শুরু হওয়ায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। নতুন করে প্লাবিত হতে শুরু করেছে বহু এলাকা। সুমতিনগর, বঙ্কিমনগরে নিচু এলাকার বহু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে।
এক দশক আগে আয়লায় অন্যান্য বাঁধের সঙ্গেই এই রিং বাঁধ ভেঙে যাওয়ার পর আর এই বাঁধে হাত দেয়নি সেচ দপ্তর। এই বাঁধ সারাতে বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে শুনেছেন। তারপরে বুলবুল, আম্পানের মতো ঝড় ঝঞ্ঝা পাড় হয়েছে। কিন্তু এবার ভরা কোটাল আর বৃষ্টিতে সেই বাঁধে নতুন করে ভাঙ্গন ধরিয়েছে। এই অবস্থায় বাসিন্দারা একমাত্র আপাতত বৃষ্টি কমলেই বড় বিপদ থেকে বাঁচার পথ মিলবে বলে আশা করছেন।