কলকাতা ব্যুরো: ভরা কোটাল আর সঙ্গে তুমুল বৃষ্টিতে এখন ভয়ঙ্কর দীঘা সমুদ্র সৈকত। দেশ আনলক হওয়ার পর পর্যটন কেন্দ্রগুলি খুলে দিতেই এ রাজ্যে ঝাঁপিয়ে ট্যুরিস্ট ভিড় জমান দীঘায়। কিন্তু পর পর দু’দিন লকডাউনের জেরে ফের হোটেল খালি দীঘার। আর এরইমধ্যে যাঁরা শনি-রবির ছুটিতে দীঘায় কাটিয়ে ফেরার তাল করেছেন তাঁদের এখন হোটেলবন্দি অবস্থা।
তবে শুধু লকডাউন নয়, বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি আর ভরা কোটালের জলোচ্ছাসে এখন সাগর পাড়ে গা ছমছম অবস্থা। পুলিশ সাগর পাড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। তার সঙ্গে উত্তাল হাওয়া আর বৃষ্টি। ফলে হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রের উঁচু ঢেউয়ে রাস্তা ভেসে যাওয়া দেখা ছাড়া আর উপায় নেই পর্যটকদের।
দীঘা থেকে শঙ্করপুর হয়ে মন্দারমনি-প্রায় একই ছবি সমুদ্রপাড়ের পর্যটনকেন্দ্রগুলিতে। এরইমধ্যে কিছু স্থানীয় ডানপিটে আর নুলিয়ারা অবশ্য সমুদ্রের পাড়ে বসেই স্নান সেরে ফেলছেন জলোচ্ছাসে।