কলকাতা ব্যুরো: করোনা আবহে সতর্কতা মেনেই পরিচালনা করতে হবে নির্বাচন। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে তা প্রকাশ করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতও জানতে চেয়েছিল কমিশন। তার ভিত্তিতেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
কি রয়েছে সেই নির্দেশিকায় ?
স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা মেনে জারি করা হয়েছে নির্দেশিকা।
প্রতি বিধানসভা কেন্দ্র, জেলা ও রাজ্য স্তরে নোডাল হেলথ অফিসার নিয়োগ করতে হবে।
মনোনয়ন পত্র দাখিল করা যাবে অনলাইনেও। সিকিউরিটি ডিপসিটও অনলাইনে জমা দেওয়া যাবে।
প্রার্থীর সঙ্গে কতজন মনোনয়ন পত্র দাখিল করতে যেতে পারবেন তাও নির্দিষ্ট করে দেওয়া হবে।
ডোর টু ডোর প্রচারে প্রার্থীসহ সর্বোচ্চ ৫ জন করে যেতে পারবেন।
রোড শো কিংবা নির্বাচনী প্রচার করতে হবে সোশ্যাল ডিস্ট্যানসিন মেনে।
নির্বাচনী প্রচার এবং ভোট দানের ক্ষেত্রে ব্যবহার করতে হবে সানিটাইজার, মাস্ক, গ্লাভস ইত্যাদি।
ভোটদানের সময় খাতার সই এবং ইভিএম এ বোতাম টেপার আগে প্রত্যেক ভোটারকে দিতে হবে গ্লাভস।