কলকাতা ব্যুরো: রাজ্যে করোনা পরিস্থিতি বৃহস্পতিবারও স্থিতিশীল। সংক্রমণ ও মৃত্যু গত কয়েক দিনের মতোই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩১৯৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। স্থিতিশীল থাকলেও সংক্রমণ বা মৃত্যু, কোনটির দৈনিক সংখ্যা অবশ্য কমছে না। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে ভাবার সময় এখনও আসেনি। ইতিমধ্যে রাজ্যে মোট সংক্রমণ বেড়ে হয়েছে ১,২৯,১১৯। মৃতের মোট সংখ্যা ২৬৩৪।
আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮,৭৮৯ জন। শুধু আজকেই বাড়ি ফিরেছেন ৩১২৬ জন। সুস্থতার হার আরও বেড়ে হল ৭৬.৫১। কলকাতায় আজ আক্রান্ত ও মৃতের সংখ্যা ৫৮৩ ও ১১। উত্তর ২৪ পরগনায় ওই দুই সংখ্যা ৭৪৭ ও ১৪। আজ করোনা টেস্ট আরও বেড়ে হয়েছে ৩৫,০৫৯। ফলে মোট করোনা টেস্ট আজ পর্যন্ত সাড়ে ১৪ লক্ষ ছাড়িয়ে গেল।