কলকাতা ব্যুরো: অনেকদিন পর উত্তরবঙ্গে আজ করোনায় মৃতের সংখ্যা বেশ কম। দুজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। দুজনেই শিলিগুড়ি মহকুমার বাসিন্দা। সংক্রমণেও সামগ্রিক ভাবে কিছুটা রাশ দেখা যাচ্ছে।
কিন্তু কোচবিহার আবার ঊর্ধমুখী। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৭১ জন। গত কয়েকদিনের চেয়ে বেশ খানিকটা বেশি। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে এখনও গ্রাফ এখনও নিম্নমুখী হচ্ছে না।
গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছেন ৯১, দার্জিলিংয়ে ৯৮ জন। দক্ষিণ দিনাজপুর আজ বেশ খানিকটা নেমে হয়েছে ৬৫। এছাড়া গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার, মালদহ ও উত্তর দিনাজপুরের পরিসংখ্যান হল যথাক্রমে ২৫, ৬৩ ও ৪৬ জন।
Previous Articleরাজ্যে সামান্য ভালোর দিকে করোনা
Next Article সুশান্ত মামলা মাদক সূত্র
Related Posts
Add A Comment