কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় কী এবার নারকটিক কন্ট্রোল ব্যুরো তদন্তে নামবে? এমনই জল্পনা উস্কে দিচ্ছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের নয়া তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গত কয়েকদিন ধরে রেহা চক্রবর্তীকে জেরা করেছে। দেখেছে অভিনেত্রীর মোবাইল চ্যাট। সেই সূত্রেই তাঁর হোয়াটস আপ থেকে মাদক সংক্রান্ত বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে দাবি তদন্তকারীদের।
সেই সূত্র ইতিমধ্যে তারা জানিয়েছে সিবিআইয়ের তদন্তকারী ও নারকটিক কন্ট্রোল ব্যুরোকেও। ফলে এবার মাদক নিয়ে তদন্তের জন্য ওই সংস্থা হাত দেয় কি না সেই কৌতূহল তৈরি হয়েছে।
সিবিআই তদন্তে মুম্বাই পুলিশের দুই অফিসারকে তলব করেছে। তাঁদের কাছ থেকে তদন্তের কিছু নথি পেতে চাই সিবিআই। যদিও ওই দুই অফিসার এখন অসুস্থ বলে জেনেছে সিবিআই। একজন করোনা কারণে কোয়ারিন্টাইনে ও অন্যজন হাসপাতালে ভর্তি। ফলে কবে তাদের পাওয়া যাবে তা স্পষ্ট নয়।
Previous Articleকোচবিহার ছাড়া উত্তরে স্বস্তি করোনায়
Next Article মাদার টেরেজার ১১০ তম জন্মবার্ষিকীর আয়োজন
Related Posts
Add A Comment