কলকাতা ব্যুরো: সংক্রমণ আজও তিন হাজারের নীচে। সংখ্যাটা সোমবারের কাছাকাছি।
সোমবার জানা গিয়েছিল, একদিনে আক্রান্ত হয়েছেন ২,৯৬৭। মঙ্গলবার ওই পরিসংখ্যান ২,৯৬৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এর চেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৫১। সুস্থতার হার ৮০ কাছাকাছি। নির্দিষ্ট ভাবে ৭৯.১০ শতাংশ। সুস্থতার এই হারটাই অনেকটা নিশ্চিন্ত করতে পারতো যদি সংক্রমণের গ্রাফটা তাড়াতাড়ি নিম্নমুখী হত।
সেই ইঙ্গিত এখনও নেই। বলা যায়, সংক্রমণ এখন আমাদের রাজ্যে স্থিতিশীল। কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ কাছাকাছি আছে। যদিও সোমবার থেকে দৈনিক সংখ্যাটা ৩ হাজারের নীচে। দৈনিক মৃত্যুও স্থিতিশীল। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৮। সোমবার সংখ্যাটা ছিল ৫৭। রাজ্যে আজ পর্যন্ত মোট আক্রান্ত ১,৪৪,৮০১, মোট সংক্রমণ মুক্ত ১,১৪,৫৪৩। উত্তর ২৪ পরগনায় আজ প্রথম সংক্রমণে লাগাম পরার ইঙ্গিত দেখা যাচ্ছে।
এই প্রথম এই জেলায় আক্রান্তের চেয়ে সংক্রমণ মুক্তের দৈনিক সংখ্যা বেশি। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৯০ জন, সুস্থ হয়েছেন ৭৮০ জন। তুলনায় মৃতের সংখ্যা এখনও বেশি। একদিনে ১৮ জন। কলকাতায় মৃত ১৬, আক্রান্ত ৫৪১ ও সুস্থ ৬২৮। দক্ষিণ ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫১, সুস্থ ১৭০ ও মৃত ৬ জন।
হাওড়ায় আক্রান্ত ১৩৪, সুস্থ ২৬৫, মৃত্যু ২। হুগলিতে আক্রান্ত ১২২, সুস্থ ৮৮, মৃত্যু ১। আজ করোনা টেস্ট হয়েছে ২৭,৩৪৯ জনের। ফলে রাজ্যে মোট করোনা টেস্টের সংখ্যা আজ পর্যন্ত ১৬ লক্ষ ছাড়িয়ে হল ১৬,৩৪,১০২।
Previous Articleমোদীর স্ত্রীর বিরুদ্ধে রেড কর্নার
Next Article কোচবিহার ছাড়া উত্তরে স্বস্তি করোনায়
Related Posts
Add A Comment