কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণ আরও বাড়লো দেশে। একদিনে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় নতুন করোনা পজিটিভ ৭৭,২৬৬। ফলে সংক্রমণে বিশ্বের প্রথম স্থান অটুট থাকল আজও। এই নিয়ে টানা ২২ দিন। দেশে মোট আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত ৩৩,৮৭,৫০১। দৈনিক সুস্থতা অবশ্য স্বস্তি দিচ্ছে আজও। সুস্থতার হার আজ ৭৬.২৪। একদিনে সংক্রমণ মুক্তের সংখ্যা ৬০,১৭৭।
ফলে দেশে করোনার কবল থেকে শুক্রবার পর্যন্ত নিস্তার পেলেন মোট ২৫,৮৩,৯১৮ জন। এটা যদি স্বস্তির কারণ হয়, তাহলে সামান্য হলেও উদ্বেগের বিষয় হল মৃত্যুহার আরও একটু কমে যাওয়া। মৃত্যুহার আজ ১.৮২। দৈনিক মৃত্যু সেই হাজারের ওপরে রয়েছে শুক্রবারও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,০৫৭ জনের। ফলে দেশে আজ পর্যন্ত করোনা প্রাণ কাড়লো মোট ৬১,৫২৯ জনের।
Previous Articleপ্রথম নাম সানি লিওনি
Next Article বিয়ে নিয়ে অদ্ভুত প্রতারণা
Related Posts
Add A Comment