কলকাতা ব্যুরো : বিভিন্ন পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকার প্রতারণার দায়ে গ্রেফতার হলেন এক মহিলা। বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ কাকলি বিশ্বাস নামে এক মহিলাকে জামশেদপুর থেকে গ্রেফতার করল।
পুলিশ সূত্রে খবর, মে মাসে এক প্রাক্তন অধিকারিক সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন । তিনি জানান, মেয়ের পাত্র খুঁজতে এক পত্রিকার বিজ্ঞাপন দেখে তিনি যোগাযোগ করেন। এরপর বিভিন্ন ছেলেদের ছবি পাঠানো হত ওই নম্বর থেকে হোয়াটস অ্যাপ মারফৎ। তবে কোনো ছেলেকে দেখে পছন্দ হলে সরাসরি ওই ছেলের ফোন নম্বর দেওয়া হতো না। বলা হতো তার জন্য প্যাকেজের টাকা লাগবে। অভিযুক্ত তার ফোন থেকে কনফারেন্স কল এর মাধ্যমে পাত্র পক্ষের সঙ্গে কথা বলাতো। এরপর পাত্রপক্ষের বিশ্বাস অর্জন করে টাকা নেওয়ার পর আর যোগাযোগ রাখতো না।
ওই আধিকারিক প্রতারিত হচ্ছেন বুঝতে পেরে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেন। সাইবার ক্রাইমের পক্ষ থেকে জিজ্ঞেসাবাদ করে জন্য যায় ফেসবুক থেকে বিভিন্ন ছেলের ছবি ডাউনলোড করে সেই ছবি পাত্রী পক্ষের কাছে পাঠানো হতো। কিছু পরিচারিকাকে টাকা দিয়ে মা সাজিয়ে কথা বলানো হত। জানা গেছে ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তুলে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত টা খতিয়ে দেখবে পুলিশ।