কলকাতা ব্যুরো : জেনারেল ক্যাটিগরিতে প্রথম বর্ষে স্নাতক স্তরে ইংরেজিতে ভর্তির যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে আশুতোষ কলেজে তাতে প্রথম নাম রয়েছে সানি লিওনির। তিনি বেস্ট অফ ফোর এ ৪০০ র মধ্যে ৪০০ পেয়ে উচ্চমাধযমিক শিক্ষা সংসদ থেকে পাশ করেছেন। ভর্তির আবেদনকারীদের মধ্যে এ নিয়ে প্রশ্ন জেগেছে।
অন্য দিকে দেখা যাচ্ছে কম্পিউটার সাইন্সে এর জেনারেল ক্যাটাগরির ২ থেকে ২৮ নম্বরে যারা আছেন তাদের নাম স্পষ্ট নয়। নামের জায়গায় কিছু অক্ষর লেখা আছে শুধু। কোন বছর তারা পাস করেছেন এবং তাদের রোল নম্বর কত ত নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। আরো আশ্চর্যের সকলেই বেস্ট অফ ফোর এ ৩৯৭ পেয়ে পাস করেছেন।
শিক্ষাবিদদের অনেকে মনে করছেন এখন কলেজে অনলাইনে ভর্তি চলে। অনেক ক্ষেত্রে এই ভর্তির ওয়েবসাইট দেখে তৃতীয় কোনো সংস্থা। অনেক ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা এত বেশি হয় যে সবকিছু ভালো করে দেখা প্রাথমিকভাবে সম্ভব হয় না।