বাড়ছে সুস্থ হওয়ার হার
কলকাতা ব্যুরো: সুস্থতার হার আজ একলাফে অনেকটা বাড়ল। আজ সুস্থতার হার ৬৭.৬০। রাজ্যে এখনও পর্যন্ত মোট সংক্রামিত ৬৫,২৫৮ জনের মধ্যে ৪৪,১১৬ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও পজিটিভ অবস্থায় আছেন ১৯,৬৫২ জন। সংক্রমণ ও মৃত্যুর গতি গত কয়েকদিনের মতোই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,২৯৪। মৃত্যু হয়েছে ৪১ জনের। কলকাতা, উত্তর ২৪ পরগনায় সংক্রমণে সামান্য রাশ পড়লেও মৃত্যুতে আজ রেকর্ড করলো কলকাতা। একদিনে কলকাতায় মৃত্যু হল ১৭ জনের। উত্তর ২৪ পরগনায় ৯ জন। কলকাতায় আজ আক্রান্ত ৬৮৮, উত্তর ২৪ পরগনায় ৫৫৪।