কলকাতা ব্যুরো: ছোট্ট দুই ভাই লুকিয়ে নৌকো নিয়ে ঢুকে পরেছে জঙ্গলে। গভীর জঙ্গলে হঠাৎ দক্ষিণ রায়ের সঙ্গে সাক্ষাৎ। হালুম করে সে ছাড়লো ডাক। ভীত ভাইয়েদের উদ্ধার করতে এলেন বনবিবি স্বয়ং…….তারপর? বাকিটা নিজেরাই দেখুন। অবশ্যই ছোটদের দেখান।এনিমেশনে ফুটিয়ে তোলা হয়েছে গোটা বক্তব্য।
সুন্দরবনের বাদাবন ও সেখানকার জীব জন্তুদের সংরক্ষণ করতে গত দেড় বছর ধরে রাজ্য বন দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে দিল্লির ওয়াইল্ড লাইফ ট্রাস্ট। দেশ জুড়ে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে এরা। রাজ্যে কাজ করার সুবাদে এখানকার মানুষদের সচেতন করার জন্য একটি ভিডিও প্রকাশ করা হলো। লক্ষ্য বন ও বন্যপ্রাণী সংরক্ষণ।