প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম সিংহ গত ১০ অগস্ট রাতে ফেসবুকে পোস্ট করে মেয়েদের রাত দখলের আহ্বান জানিয়েছিলেন। সমাজবিদ্যার ছাত্রী ছিলেন রিমঝিম। প্রথমে রিমঝিম যে ডাক দিয়েছিলেন, তাতে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডের সামনে জমায়েতের কথা বলা হয়েছিল। পরে তার সঙ্গে যুক্ত হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বর এবং কলেজ স্ট্রিট অর্থাৎ তিনটি এলাকা। কিন্তু সেই তিন এখন ১৪ তারিখ দুপুরের মধ্যেই ৩০০ পেরিয়ে যায়। বিভিন্ন জেলার ৬০-৭০টি জায়গার স্থানীয়েরা অনেকের সঙ্গে যোগাযোগ করে নিজেদের এলাকায় কর্মসূচি ঠিক করেছেন। আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। সেই প্রেক্ষাপটেই প্রতিবাদের ডাক দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। শুধুমাত্র স্বাধীনতা দিবসের রাতে মেয়েদের ওই কর্মসূচি ঘিরে তৈরি হয় শত শত হোয়াট্সঅ্যাপ গ্রুপ!
কেবল আমাদের রাজ্য নয়, মেয়েদের রাত দখলের কর্মসূচি পালিত হতে চলেছে বিভিন্ন শহরেও। নির্ভয়াকাণ্ডের সময় রাজধানীর দখল নিয়েছিল বিক্ষুব্ধ জনতা। সেই দৃশ্যই যেন ফিরতে চলেছে বুধবার মধ্যরাতে। কলকাতার তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দিল্লিতেও পালিত হবে ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচি। দিল্লির চিত্তরঞ্জন পার্কে রাত দখল বা ‘রিক্লেম দ্য নাইট’-র ডাক দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টায় জমায়েত করছেন দিল্লিবাসী। পিছিয়ে নেই বাণিজ্য নগরীও। কর্মচঞ্চল মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে ইনফিনিটি মলের সামনেও জমায়েতের ডাক দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টায় এই জমায়েত। কলকাতার তরুণীর ন্যায়বিচারের দাবিতে পথে নামবে বেঙ্গালুরুর বাসিন্দারাও। সেখানে রাত দখলের ডাক দেওয়া হয়েছে তিনটি জায়গায়। স্লিকবোর্ড জংশন (৫০০ডি বাস স্টপের কাছে), ফিনিক্স মার্কেট সিটি (হোয়াইটফিল্ডের মেইন গেটের কাছে), কোরমঙ্গল ফোরাম মলের সামনে জমায়েত করা হবে। বেঙ্গালুরুতেও রাত সাড়ে ১১ টায় রাত দখলের ডাক দেওয়া হয়েছে।
মেয়েরা যখন রাত জাগার প্রস্তুতি নিচ্ছেন থিক সেই সময় রাজ্যজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় নবান্নে। পুলিশ অবশ্য দাবি করে এই কর্মসূচিতে যারা অংশ নেবেন তাদের নিরাপত্তা দিতে পুলিশ মোতায়েন করা হবে। কর্মসূচিতে কোনো বাধা প্রদান করা হবে না। ওই আন্দোলনের জন্য কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে, এ নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্যপুলিশের উচ্চ পর্যায়ে বৈঠকও হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ওই বৈঠকের পরে নির্দেশ দিয়েছেন, সব জায়গায় পর্যাপ্ত নারী পুলিশ মোতায়েন করতে হবে। কোনো রকম অবাঞ্ছিত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ডিজি নির্দেশ দিয়েছেন, পুলিশ যেন আন্দোলনকারীদের সঙ্গে সযোগিতার পরিবেশ বজায় রাখে। রাজ্যপুলিশের এক শীর্ষকর্তার বক্তব্য, ‘‘রাতে যাঁরা রাস্তায় থাকবেন, তাঁদের কোথাও আটকে দেওয়া পরিকল্পনা নেই। তবে জমায়েত বেশি হলে পুলিশ যেমন নজর রাখে বা কোথাও কোনও অনভিপ্রেত ঘটনা না-ঘটে, সেটাই নজরে রাখবে পুলিশ”। পুলিশ সূত্রের খবর, কলকাতা শহরের নিরাপত্তার জন্য প্রতিটি ডিভিশনে ডিসি পদমর্যাদার এক জন এবং এসি পদমর্যাদার এক জন অফিসার থাকেন। বুধবার, ১৫ অগস্টের আগের রাতের জন্য বাড়তি নিরাপত্তা রাখা হবে। টহলদারিও চলবে। বিভিন্ন থানার সিনিয়র অফিসারেরাও থাকবেন।
মেয়েদের রাত দখলে শামিল কলকাতা মেট্রো-ও। আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় নামছে মেয়েরা। শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হবে তারা। রাতভর রয়েছে কর্মসূচি। ‘রিক্লেম দ্য নাইট’ বা ‘মেয়েরা রাত দখল কর’ কর্মসূচিতে যোগ দিতে বহু মানুষ রাস্তায় নামবেন। সেই ভিড় সামাল দিতেই রাতে চলবে অতিরিক্ত মেট্রো। জেনে নিন, কতক্ষণ মিলবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এদিন দমদম ও কবি সুভাষ থেকে রাত ১০টা এবং ১০টা ২০ মিনিটে দুটি মেট্রো ছাড়বে। প্রতিটি স্টেশনে থামবে মেট্রো। খোলা থাকবে টিকিট কাউন্টারও। থাকছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। তবে শেষ পরিষেবা মিলবে ১০টা ৪০ মিনিটেই। অর্থাৎ দুই প্রান্তিক স্টেশন থেকে রোজকার মতো রাত ১০টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। মেট্রোর পাশাপাশি আজ গভীর রাতে কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন-এর সব গাড়ি কাল রাস্তায় থাকবে। কলকাতা বাস-ও-পেডিয়া আজ রাতে বিনামূল্যে মহিলাদের পরিষেবা দেবে বলে জানিয়েছে। হাওড়া, শিয়ালদহ, শ্যামবাজার একাধিক রুটে চলবে তাদের বাস।