কলকাতা ব্যুরো: বারুইপুর কাছারি বাজারে ভোর রাতের অগ্নিকাণ্ডে ভস্মীভূত বহু দোকান। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। প্রাণহানীর কোনও খবর পাওয়া যায়নি। শহরের একেবারে প্রাণকেন্দ্রে এতবড় বাজারে আগুন লাগলেও দমকল দেরিতে আসা নিয়ে থানার ক্ষোভ তৈরি হয়েছে ব্যাবসায়ীদের মধ্যে। যদিও এতবড় বাজারে অগ্নিনির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকা নিয়ে পাল্টা অভিযোগ তুলেছে দমকলI
Previous Articleকোমর্বিডিটিতে অবনতি শ্যামল চক্রবর্তীর
Next Article সংক্রমণে জগৎসভায় ‘শ্রেষ্ঠ’
Related Posts
Add A Comment