কলকাতা ব্যুরো: শারীরিক অবস্থার অবনতি হচ্ছে শ্যামল চক্রবর্তীর। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী ভেন্টিলেশনে। তাঁর অবস্থার অবনতি হয়েছে। করোনা আক্রান্ত হয়ে তিনি কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। ভর্তি হওয়ার পর তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। বর্ষীয়ান এই নেতার সিওপিডি-সহ আরও নানা কো-মরবিডিটি সমস্যা আছে। দিন কয়েক আগে দলের কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে তিনি আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দপ্তরে গিয়েছিলেন। ওই বৈঠকে আর যাঁরা ছিলেন, তাঁদের সবার করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকে উপস্থিত দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।