কলকাতা ব্যুরো: সাড়ে ১৮ লক্ষের ওপর পৌঁছে গেল ভারতের মোট সংক্রমণ। দৈনিক সংক্রমণের হিসেব ধরলে সোমবার থেকেই ভারত বিশ্বে এক নম্বরে। দ্বিতীয় স্থানে আমেরিকা। তৃতীয় ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা ৫২,০৫০। সোমবারের মতোই। মৃত্যু কিন্তু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৮০৩ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যাতেও ভারত এখন এক নম্বরে। ভারতে এখন মোট আক্রান্ত ১৮ লক্ষ ৫৫ হাজার। গোটা বিশ্বে কিন্তু দৈনিক সংক্রমণ কমছে। তবে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় পৃথিবীতে মৃতের সংখ্যা ৪,৬৬৬। দেশে সুস্থতার হার ৬৬ শতাংশের সামান্য বেশি। আমাদের রাজ্যের চেয়ে কম। রাজ্যের হার ৭০ শতাংশের বেশি।