কলকাতা ব্যুরো : বর্ধমানের সর্বমঙ্গলা মাতা ঠাকুরানীর মন্দির । পবিত্র তার জল, মাটি। একটি কলসে সেই জল ও মাটি লাল সালুতে মুড়ে অযোধ্যা নিয়ে যাচ্ছেন বিজেপি কর্মীরা। কাল রাম মন্দিরের ভুমি পূজনে সেই পবিত্র জল ও মাটি ঢালা হবে।
বিজেপির কর্মীরা জানান, ট্রেন চলাচল স্বাভাবিক থাকলে হাজার হাজার সমর্থক ও বিজেপি কর্মী ভূমি পুজোয় সামিল হতেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। তাই চারচাকাই ভরসা। গাড়ি নিয়ে সড়ক পথেই তাই যাবার পরিকল্পনা হয়েছে।
গত রবিবার বিজেপি কর্মীরা সর্বমঙ্গলা মন্দিরে জমায়েত হন। সেখানে পূজো দেওয়া হয়। মায়ের স্নান জল ভরা হয় কলসে। এর পর লাল সালুতে তা মুড়ে ফেলা হয়। বিজেপি কর্মীরা জানান, বর্ধমানের বাসিন্দাদের পক্ষ থেকে এই মঙ্গল কলস অযোধ্যায় পাঠানো হচ্ছে। তাই কোনো দলীয় পতাকা ছাড়া আমরা মন্দিরে জমায়েত জমায়েত হয়েছি। এক স্থানীয় বিজেপি নেতা জানিয়েছেন, লকডাউনের জন্য আমরা বর্ধমান শহরে বড় করে সেদিন কোনো অনুষ্ঠান পালন করতে পারছি না। তবে আমরা বাড়িতে শঙ্খ ধ্বনি দেবো । সন্ধ্যায় দিনটি স্মরণীয় করে রাখতে প্রদীপ জ্বালানো হবে বাড়ি বাড়ি।
তিন দশক আগে কর সেবকরা বর্ধমান থেকে ইট (শিলা) নিয়ে বর্ধমান থেকে অযোধ্যা গিয়েছিলেন। এবার যাচ্ছে মঙ্গল কলস। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ অযোধ্যা পৌঁছানোর কথা তাদের।