কলকাতা ব্যুরো: কয়েকদিন আগের বাহ্যিক উত্তেজনা একটু কমলেও বিতর্কিত পাঁচিল শান্তিনিকেতনে ‘পাঁচিল’ তুলে দিয়েছে নাগরিকদের সঙ্গে কবি-পীঠের। পাঁচিল, বুলডোজার, ভাঙচুরের মতো বাইরের অশান্তির উপকরণ আপাতত থেমে গেছে। কিন্তু তিক্ততা, অবিশ্বাস, বিদ্বেষ ছড়িয়ে দিয়ে গিয়েছে ভুবনডাঙ্গার মাঠকে ঘেরার ওই পাঁচিল।
যে আশ্রমিকরা এতদিন বিশ্বভারতীর মুক্ত পরিবেশ নিয়ে গর্ব করতেন, আজ তাঁরা এই মুক্তাঙ্গন ঘেরার বিরুদ্ধে মুখ খুলেছেন। রাজনীতিও থেমে নেই। আবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একেবারে রাজনীতির ভাষায় পাল্টা দিচ্ছেন। শান্তিনিকেতনে বাতাসে অশান্তির গন্ধ। সেই অবিশ্বাস-ক্ষোভ মুছে মানুষের মধ্যে গড়ে ওঠা বিভেদের ‘পাঁচিল’ ভাঙতে পথে নামলেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং। একেবারে শান্তিনিকেতনের ট্রেড মার্ক পোশাকে।
নিজের ফেসবুকে ছবি পোস্ট করে কি বললেন পুলিশ সুপার? দেখুন…..
ক্লিক করুন নীচের লিঙ্কে!
https://m.facebook.com/story.php?story_fbid=3492254734160275&id=100001273484008