কলকাতা ব্যুরো : নাম স্টর্মি ড্যানিয়েল। নীল ছবির বিখ্যাত তারকা। কিছুদিন আগে দাবি করেছিলেন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল তার। যদিও ট্রাম্প বিষয়টি অস্বীকার করেছিলেন । কিন্তু বিচারের সময় ক্যালিফোর্নিয়া আদালত জানিয়েছে স্টর্মির বিচারের জন্য যে টাকা খরচ করা হয়েছে তা ফেরত দিতে হবে ট্রাম্পকে।
টাকার পরিমাণ নেহাত কম না। ৩৩ লক্ষ টাকা। কি কান্ড । সামনে আমেরিকার নির্বাচন। তার আগে এরকম একটা রায়। ট্রাম্পের মুখের হাসি কেড়ে নিয়েছে। ব্যাকফুটে এখন ট্রাম্প।
ভাবুন তো, কোর্ট নির্দেশ দিচ্ছে দেশের প্রধানকে জরিমানা দেওয়ার জন্য!