কলকাতা ব্যুরো: লাড্ডু সংস্কৃতি রামমন্দির শিলান্যাসেও। একশো, পাঁচশো বা হাজারে নয়, অযোধ্যার ভূমিপুজোর নৈবেদ্য হবে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু। ১১১টি পাত্রে সাজিয়ে ওই লাড্ডু নিবেদন করা হবে রামচন্দ্রের নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ভূমিপুজোয় লাড্ডুর ওই পাহাড় উৎসর্গ করবেন রামের উদ্দেশে। পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে বিপুল সংখ্যক লাড্ডু।
রামমন্দির শিলান্যাসের এই মেগা ইভেন্টকে আন্তর্জাতিক চেহারা দেওয়ার চেষ্টা প্রথম থেকেই ছিল। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের বিলবোর্ডে রামনামের ব্যবস্থা হয়েছে আগেই। ভূমিপুজোর দিন ৫ অগস্ট বিদেশি কূটনীতিকদের মিষ্টিমুখ করানোর পরিকল্পনা তাই চূড়ান্ত হয়েছে। ওই মিষ্টিমুখেও লাড্ডুর আধিপত্য। প্যাকেট প্যাকেট মিষ্টি বিলোনো হবে নয়াদিল্লিতে বিভিন্ন দেশের দূতাবাসে। প্রতি প্যাকেটে থাকবে ৪টি করে লাড্ডু ও পেঁড়া। দুটোই উত্তর ভারতীয় মিঠাই। রাজনীতিতে আবার লাড্ডুর কদর সবচেয়ে বেশি। সেই লাড্ডু এবার কূটনীতিতেও গুরুত্ব পেতে চলেছে। এই বিপুল পরিমাণ লাড্ডু তৈরির কাজ এখন চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সূত্রে জানা গিয়েছে, ঘি ছাড়াও পেস্তাবাদাম থাকবে এই হাইপ্রোফাইল লাড্ডুতে। অত্যন্ত স্বাস্থ্যকর পদ্ধতিতে লাড্ডু বানানো চলছে এখন। তবে অযোধ্যার ভূমিপুজোয় অতিথির সংখ্যায় আরও কাটছাঁট চলছে। অযোধ্যা প্রশাসন সূত্রে খবর, প্রথমে ২০৪ জন আমন্ত্রিতের তালিকা তৈরি হলেও এখন ঠিক হয়েছে ১৭০-১৮০ জনের বেশি ডাকা হবে না। রাজনৈতিক নেতাদের কমিয়ে ধর্মীয় গুরুদের উপস্থিত রাখার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আর থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।