কলকাতা ব্যুরো : এবার থেকে স্কুল এই প্রাতরাশ সারবে পড়ুয়ারা। এতদিন পর্যন্ত শুধু মিড ডে মিল অর্থাৎ দুপুরের আহার দেওয়া হতো সরকারি স্কুলগুলোতে। কিন্তু জাতীয় শিক্ষানীতিতে বলা হযেছে এবার থেকে পড়ুয়া রা মিড ডে মিলের সঙ্গে সকালের প্রাতঃরাশ বা ব্রেকফাস্ট ও পাবে। তবে কোন ক্লাস এর ছাত্র ছাত্রী দের জন্য এই ব্যাবস্থা করা হলো তার কোনো উল্লেখ নেই এখানে। অষ্টম ক্লাস অবধি মিড ডে মিল মিলত এতদিন। সুতরাং অষ্টম ক্লাস পর্যন্ত যে সব ছাত্র আছে তাদেরই ব্রেকফাস্ট মিলবে বলে আশা শিক্ষক মহলের।
Previous Articleভেতো বাঙালির সান্দাকফু ট্রেকিং
Next Article ভূমিপুজা-কূটনীতি
Related Posts
Add A Comment