কলকাতা ব্যুরো : ভারতের আপত্তি উড়িয়ে দিয়ে ভারতের ৪০০ বর্গ কিমি ভূখণ্ড নেপালের সঙ্গে জুড়ে, নতুন মানচিত্র রাষ্ট্রপুঞ্জে ও গুগলকে পাঠাবে নেপাল সরকার। কেপি ওলির সরকার এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে খবর। নেপাল সরকারের পক্ষ থেকে খবর, কালাপানি, লিপুলেখ, লিম্পিরাধুর সহ সংশোধিত মানচিত্র ভারত সহ রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংগঠনের কাছে পাঠাবে নেপাল। নেপাল সরকারের জরিপ দফতরের পক্ষ থেকে জানানো হয়, সংশোধিত মানচিত্রের ৪০০০ ইংরেজি কপি চাপানো হয়েছে। সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে আগষ্ট এর মাঝামাঝি পাঠিয়ে দিয়ে প্রক্রিয়া শেষ করা হবে।
সম্প্রতি ধর্চুলা থেকে লীপুলেখ প্রায় ৮০ কিমি রাস্তা বানিয়েছিল ভারত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেই পথ উদ্বোধনও করেন। লিপূলেখ গিরিপথ ব্যবহার করেই ভারতীয় তীর্থযাত্রীরা তিব্বত , কৈলাশ ও মানস সরোবর যেতেন ।
কিন্তু নেপালের পার্লামেন্ট উচ্চ ও নিম্নকক্ষে এই অধিবেশন করে সর্বসম্মতিক্রমে মানচিত্রর খসড়া অনুমোদন করে সংবিধান সংশোধনী পাস করিয়েছে।
নয়াদিল্লির আপত্তি সত্ত্বেও ওলি সরকারের এই সক্রিয়তার পেছনে যে চিনের ইন্ধন আছে সে বিষয় নিশ্চিত রাজনৈতিক মহল।