কলকাতা ব্যুরো: ‘এন্ড দেন উই আর থ্রি।’ ব্যাস। এই এক লাইনেই যাবতীয় জল্পনার অবসান ঘটালেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন ও বলিউড স্টার অনুষ্কা শর্মা আগামী জানুয়ারিতেই সন্তানের বাবা-মা হচ্ছেন।
আর এই খুশির খবর ট্যুইট করে জানিয়ে দিলেন বিরাট। না, এক নন, ট্যুইটারে পোস্ট করেছেন নিজেদের দুজনেরই ছবি। যেখানে অনুষ্কা যে সন্তানসম্ভবা তা স্পষ্ট। আগামী বছরের জানুয়ারিতেই যে তাঁদের তিনজনের অপরজন আসছে তাও জানিয়েছেন বিরাট।
২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন বিরাট ও অনুষ্কা।