কলকাতা ব্যুরো: ব্যাটিং রানর্ঙ্কিংয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মা নিজেদের জায়গা ধরে রাখলেন। আইসিসি-র একদিনের ম্যাচের ব্যাটিং রাঙ্কিং এ এক ও দুই নম্বর স্হানটি বজায় রেখেছেন তাঁরা। টেস্ট রাঙ্কিং এ ব্যাটিংয়ে বিরাট দ্বিতীয় স্থানে।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের রাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। ভারতের কেএল রাহুল টি20 ব্যাটিং তালিকায় দুই নম্বর স্থানে আছেন। বোলারদের একদিনের তালিকায় জসপ্রীত বুমরা রয়েছেন দু’নম্বর স্থানে। সর্বশেষ রাঙ্কিং অনুসারে ভারত একদিনের ম্যাচে দ্বিতীয়, টেস্ট ও টি20 তে তৃতীয় স্থানে রয়েছে।