কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে চাপ বাড়ছে রেহা চক্রবর্তীর পরিবারের। বৃহস্পতিবার সকালেই রেহার বাড়ি গেল সিবিআইয়ের একটি দল। পরিবারকে জেরার জন্য দলটি রেহার বাড়িতে গেছে বলে মনে করা হচ্ছে।
আবার ইডি রেহার বাবাকে সমন পাঠিয়েছে জেরার জন্য। তাঁর লকারের চাবি সমেত হাজির হতে ইডি নোটিশ দিয়েছে বলে ইডি সূত্রে খবর। সেক্ষেত্রে পরিবারের সম্পত্তির হিসেব নিয়ে এবার টানাটানি হতে পারে। এমনিতেই সুশান্তের ব্যাংক থেকে ১৫ কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রেহার বিরুদ্ধে আগেই করেছে মৃত অভিনেতার পরিবার।
এদিকে এনসিবি রেহার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পরেই তাঁর গ্রেপ্তারের দাবি জোরালো করলো সুশান্তের পরিবার। তাঁর বাবা বিভিন্ন সংবাদমাধ্যমে এদিন অভিযোগ করেছেন, রেহা দিনের পর দিন বিষ দিয়ে সুশান্তকে খুন করেছে। তাই এখনই তাঁকে গ্রেপ্তার করার দাবি তুলেছেন বৃদ্ধ কেকে সিং।
আবার রেহার মোবাইলে মাদক তথ্য পাওয়ার পর গৌরব আর্য্য নামে এক ব্যাক্তিকে সমন পাঠিয়েছে ইডি। যদিও সর্বভারতীয় সংবাদমাধ্যমে তাঁর আইনজীবী মনু শর্মা মক্কেলের বিরুদ্ধে ওঠা মাদক পাচারের অভিযোগ অস্বীকার করেছেন। তবে কোনো এজেন্সি ডাকলে তাঁর মক্কেল সহযোগিতা করবেন বলে দাবি করেছেন মনু।