কলকাতা ব্যুরো: চলতি সপ্তাহে পরপর দুদিন রাজ্যে লকডাউন হওয়ার সম্ভাবনা। বুধবারের লকডাউন আগে থেকে ঘোষিত। এরপর কোনদিন হবে এ সপ্তাহে, তা আজ সরকারের পক্ষ থেকে জানানোর কথা। ঈদের কারণে শনিবার লকডাউন ঘোষণার সম্ভাবনা খুব কম বলে জানা গিয়েছে। ঈদের জন্য শুক্রবার বাজার খোলা জরুরি। ফলে ওইদিনও লকডাউনের সিদ্ধান্ত সম্ভবত সরকার নেবে না। হাতে রইল শুধু বৃহস্পতিবার। সেক্ষেত্রে পরপর দুদিন লকডাউন করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নবান্নে বৈঠক আছে প্রশাসনের সঙ্গে মমতার। সেখানে বিষয়টি আলোচিত হবে বলে খবর পাওয়া গিয়েছে। যে গাণিতিক মডেলের ভিত্তিতে সপ্তাহে দুদিন লকডাউনের পথ বেছে নিয়েছে সরকার, সেই মডেলে পরপর দুদিন লকডাউনের কার্যকারিতা কম দেখানো আছে। সেক্ষেত্রে চলতি সপ্তাহে মাত্র একদিন লকডাউনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ বিকেলের মধ্যে সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে খবর রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিকেলে সাংবাদিক বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর।