কলকাতা ব্যুরো: সরকারি ওয়েবসাইটে কোনো করোনা চিকিৎসার হাসপাতালে বেড ফাঁকা দেখে সেখানে গেলেই রোগী ভর্তি করা যাবে না। তার আগে টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে। সেখান থেকে বেড সংরক্ষণ করা হলে তবেই সেখানে রোগী ভর্তি করা যাবে। রোগী ভর্তিতে টোল ফ্রি নম্বরের এই গুরুত্বপূর্ণ ভূমিকা আরও বেশি করে প্রচারের দাবি তুলে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হলো বিজেপি-র মহিলা মোর্চা।
অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এদিন দুপুরে বিজেপি মহিলা মোর্চার একদল প্রতিনিধি যান স্বাস্থ্যভবনে। ইছাপুরের শুভ্রজিত বা হুগলির অশোক রুইদাসদের যে ভাবে বেড না পাওয়ায় মৃত্যু হয়েছে তেমন যাতে না হয় তা দেখার জন্য তাঁরা আবেদন জানান স্বাস্থ্যকর্তাদের। পাশাপাশি বনগাঁয় শুধু এম্বুলেন্সে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলায় সকলের চোখের সামনে একটা হাসপাতালের মধ্যে যে ভাবে প্রাণ হারালেন এক বৃদ্ধ তাতে তদন্তের দাবি জানান হয়েছে। কোথায় করোনা রোগীর মৃতদেহ বাড়িতে ঘন্টার পর ঘন্টা পরে থাকছে। আবার কোথাও করোনা আক্রান্তকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তির জন্য কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।