কলকাতা ব্যুরো: পূর্বাভাসের আগেই তুমুল বৃষ্টিতে ভাসছে ডুয়ার্সের একাংশ। বৃষ্টি শুরু হয়েছে ভুটানেও। এই বৃষ্টির জেরে দুটি সেতু ভেঙে পড়ায় উত্তর-পূর্ব ভারতের সঙ্গে পণ্য পরিবহনে বড় ধাক্কার উপক্রম হয়েছে। একই সঙ্গে ডুয়ার্সের নাগরাকাটা, বানারহাটের মতো এলাকার সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ।
জলপাইগুড়ি জেলায় মালবাজারের কাছে লিস নদীতে জলের ধাক্কায় শিলিগুড়ি জংশন- আলিপুরদুয়ার জংশন রেলপথের সেতুটি ভেঙে এখন রেললাইন ঝুলছে। লকডাউনের কারণে যাত্রীবাহী ট্রেন এখন ওই পথে বন্ধ। এই পথে পণ্য পরিবহণ হয় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। ফলে মালগাড়ি নিয়মিত চলাচল ছিল। এখন রেলসেতু ভেঙে পড়ায় মালগাড়ি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল।
একইভাবে শিলিগুড়ি থেকে সেবক হয়ে মালবাজারের পথে জুরন্তী নদীর ব্রিজ ভেঙে পড়েছে। একটি পিক অ্যাপ ভ্যানকে নিয়ে ভেঙে পড়ে ব্রিজটি। পিক অ্যাপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সড়ক পথে এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী গাড়ি ছাড়াও উত্তর-পূর্ব ভারতে পণ্য পরিবহন চলে। কিন্তু এই দুটি রেল ও সড়ক সেতু বৃষ্টির দাপটে ভেঙে পড়ায় কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে সন্দিহান প্রশাসন।
আবহাওয়া দপ্তর বুধবার থেকে বাড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। অথচ তার একদিন আগেই এ ভাবে বৃষ্টিতে স্তব্ধ করে দিয়েছে এলাকার জনজীবন।