কলকাতা ব্যুরো : বেলেঘটার মিয়াবাগান এলাকায় গভীর রাতে এক ক্যাটিরিং ব্যবসায়ীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা।
পুলিশ জানায় মিয়াবাগান এলাকার ক্যাটারিং ব্যাবসায়ী সুশান্ত দাস রাত একটার সময় তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। তার বাড়িতে গত রাতে একটি অনুষ্ঠান ছিল। বেশ কিছু আত্মীয় স্বজন এসেছিলেন। খাওয়াদাওয়ার পর সুশান্ত বাড়ির সামনে দাঁড়িয়েছেন। হঠাৎ ই এক দুষ্কৃতী এসে তাকে গুলি করে। তার দিদি সুষমা জানান , ‘ সুশান্তর ঘাড়ের কিছুটা নীচে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ও ছুটে বাড়ি চলে আসে। সঙ্গে সঙ্গে ওকে বেলেঘাটার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাই আমরা। ওখানে বলে গুলির ক্ষত। ওখানে ভর্তি নেয়নি। তাই ফুলবাগানে এক সরকারি হাসপাতালে ওকে ভর্তি করা হয়।’
পুলিশ সূত্র থেকে জানা যায় সম্প্রতি সুশান্ত প্রমোটিং এর কাজে হাত দিয়েছিল। সেজন্য কোনো ঝামেলা হতে পারে। কিন্তু পরিবারের দাবি গুড্ডু শর্মা ওরফে গুড্ডু সিংহ নামে এক যুবক গুলি চলায়। সুশান্ত নাকি পরিবার কে একথা বলেছে। কিন্তু কেনো গুড্ডু গুলি চালালো তা বলতে পারে নি পরিবার বা পুলিশ থেকেও। পুলিশ পরে গুড্ডু র বাড়ি যায়। কিন্তু গিয়ে দেখে তালা বন্ধ। পাড়ার লোকের বক্তব্য গুড্ডু র সঙ্গে এক মহিলার বিবাহ বহির্ভূতত সম্পর্ক ছিল। তা নিয়ে সুশান্তর সঙ্গে বিবাদ হয় গুড্ডু র।