কলকাতা ব্যুরো: মুম্বাই পুলিশ রাজনৈতিক চাপ তৈরি করছে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় রেহা চক্রবর্তীর আবেদনের শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই বিস্ফোরক অভিযোগ করেন বিহার পুলিশের আইনজীবী মনিন্দার সিং।
সেই রাজনৈতিক চাপের নমুনা হিসেবেই বিহার পুলিশের আইপিএসকে তদন্তে মুম্বাই পৌঁছনোর পরেই কোয়ারইন্টাইনের নামে গৃহবন্দি করা হয় বলে অভিযোগ বিহার সরকারের আইনজীবীর। মামলার শুনানি চলছে।