কলকাতা ব্যুরো: বিহারকে পাল্টা দিতে গিয়ে সুশান্ত মামলায় তাদের বিরুদ্ধে রাজনৈতিক গেম খেলার অভিযোগ তুললো মুম্বাই।
সুপ্রিম কোর্টে মুম্বাই পুলিশের হয়ে সওয়াল করতে গিয়ে অভিজেক মনু সিংভী এই অভিযোগ করার সঙ্গেই, তদন্তের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন বিহার পুলিশের। এমনকি এক সময় বিহার পুলিশকে ছেড়ে সিংভী লক্ষ্য করেন সুপ্রিম কোর্টকেও। এক বিচারপতির বেঞ্চ মামলা সিবিআইকে দেওয়ার নির্দেশ দিতে পারে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন সিংভী।
একসময় তিনি এই মামলায় মিডিয়ার ভূমিকা নিয়েও খোঁচা দেওয়ার চেষ্টা করেন। মিডিয়া ট্রায়ালেই মুম্বাই পুলিশকে আসামি বানানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন অভিষেক।
তাঁর বক্তব্য শেষ হলে বলবেন সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং। মামলা বিহার থেকে মুম্বাইয়ে সরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্টে এই আবেদন করেন অভিযুক্ত রেহা চক্রবর্তী।
Previous Articleবেলেঘটায় গুলি , আহত ব্যাবসায়ী
Next Article সংকটে প্রণব, পুজো কীর্নাহারে
Related Posts
Add A Comment