ইন্দ্রনীল বসু
৫ আগষ্ট ,২০১৯। জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল হলো।
৫ আগষ্ট ,২০২০ ।অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজন সম্পন্ন হলো নির্বিঘ্নে। যদিও করোনা আবহে।
প্রশ্ন ৫ আগষ্টই কেন ? হিন্দু ধর্মের আবেগটা ভালোই বোঝে বিজেপি। তাই ধরেই নেওয়া যায়, যা করে তার সবই ধর্ম মেনে। পুরানের ব্যাখ্যা থাকে মোদী সরকারের সব কাজে। জ্যোতিষের গণনাও থাকে। গনতকারের গণিত মেনে কাজ হয় সব। অন্ততঃ সব বড় কাজকর্মর ক্ষেত্রে। বড় সিদ্ধান্ত হবে শুভ মহুরত নিকালকে। খারাপ না। আপনি আপনি মর্জি। জ্যোতিষ, ভাগ্য, বিচার এসব মেনে শুধু ভারত কেন, বিশ্বের সব জায়গাই চলে। যেমন ধরুন প্রাচীন গ্রিস। সেখানেও এসব ছিল। প্রাচীন গ্রিস এর নাটক গুলো পড়ে দেখুন। বিখ্যাত লেখক সফোক্লেস। তার নাটক রাজা ওয়াদিপাউস। কিছুদিন আগে পর্যন্ত রমরম করে চলেছে কলকাতার থিযেটারে। শম্ভু আর তৃপ্তি মিত্র করেছিলেন। কি সেই নাটকের বিষয় বস্তু? ভাগ্য মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। শুধু গ্রিস কেন ? শেক্সপিয়ার ? হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ? নেই এই সব ? ভাগ্য, অতিপ্রাকৃতিক ব্যাপার স্যাপার ? আজ শুধু মোদীকে গালাগাল দিলে হবে ? লাইন দিয়ে টিকেট কেটে আমার বাপ ঠাকুরদাও রাজা ওয়াদিপাউস দেখেছে। শুধু দেখা, কি তার প্রশংসা! আসল বিষয়বস্তু কি ? কপাল, দাদা কপাল। কপালই সব। বিজেপি বা মোদীর আর দোষ কি ? তারাও গণনা করছে। ভোট জিততে জ্যোতিষ, কোনো বড় কাজ করতে জ্যোতিষ। জ্যোতিষ বুজরুকি, ভাগ্য বলে কিছু নেই , এই সব চিৎকার করবেন না। সব জানা আছে। সেই তো ছেলের ভাগ্য জানতে এই জ্যোতিষী ওই বাবার কাছে গিয়ে পড়ে থাকেন। কি বলবেন ও সব গপ্পো? গপ্পো কি আকাশ থেকে ভেসে আসে! সফোক্লিস বা শেক্সপিয়ার কি শুধু বানিয়ে গপ্পো লিখেছেন?বাস্তবের ওপর দাঁড় করিয়ে তবে না কবিদের কল্পনা আসে। কি, কি বুঝলেন!
এবার আসি আসল কথায়। ৫ আগষ্ট কেনো ? গত বছর ৫ আগষ্ট ছিল নাগ পঞ্চমী। দিন শুভ। মোদীও তা বিলক্ষণ জানতেন। মহাভারতে কৃষ্ণর কালিয়া দমন মনে পড়ে ? সেই কালিয়া সাপ ব্রজবাসীর জীবন অতিষ্ট করে দিয়েছিল। যমুনার জল বিষময় হয়ে গিয়েছিল। শ্যামসুন্দর তখন কলিয়াদমন করলেন। তখন সাপের রাজা দিল বর। নাগপঞ্চামিতে যারা সাপদের দুধ খাওয়াবে তাদের সব রকম অনাচার অত্যাচার থেকে রক্ষা করবেন স্বয়ং কৃষ্ণ। মোদীজি দেখলেন, কাশ্মীর অত্যাচার আর অনাচারে ভরে গেছে। তিনি দেশের প্রধানমন্ত্রী। এত জঙ্গি, এত গোলাগুলি। সইবেন কেন? তাই ওই নাগ পঞ্চমীর দিনই ব্রহ্মাস্ত্র ছুঁড়ে দিলেন । কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেলো। কেমন ? ঠ্যালা বোঝো। পাপাচার , অনাচার সব নষ্ট।
এবার কি ? অযোধ্যা? কালকের একটা ব্যাখ্যা আছে অবশ্য। সেটা জ্যোতিষ ব্যাখ্যা। রাজযোগে কালকের দিনটা পুণ্য সৃষ্টির দিন ছিল। আমি নইরে বাবা। বিখ্যাত জ্যোতিষ উন্নিকৃষ্ণ পানিকার বলেছেন। কাল অর্থাৎ ৫ আগষ্ট ২০২০ নাকি যে কাজেই হাত দেওয়া হবে তাই সফল হবে। প্রজাপতি ব্রহ্মা কাল নাকি ধরাধামে এসেছিলেন। সে মওকা মোদী ছাড়বেন কেন ? ক্ষেপেছেন ? দিলেন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। অমন করে তাকাবেন না। আমিই কি আর জানতাম ছাই! না হলে আরো অনেক আগেই জানাতাম ।পাঠকদের জন্য ওইটুকু করতাম না ভাবতে পারলেন ?