কলকাতা ব্যুরো: নথি গায়েব প্রতিরক্ষা মন্ত্রকে। সেই নথিতে লাদাখে চিনা সেনা অনুপ্রবেশের তথ্য ছিল। বাস্তবে এই প্রথম দেশের ভূখণ্ডে লালফৌজের ঢুকে পড়ার স্বীকৃতি ছিল প্রতিরক্ষা মন্ত্রকের ওই নথিতে। নথিটি আপলোড করা হয়েছিল মন্ত্রকের নিজস্ব ওয়েবসাইটে। গত মঙ্গলবার প্রথম ওয়েবসাইটে ওই নথি চোখে পড়ে। কিন্তু ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার হঠাৎ সেই নথি একেবারে গায়েব হয়ে গিয়েছে ওয়েবসাইটটি থেকে। বিষয়টি অত্যন্ত রহস্যময় হলেও মন্ত্রকের কোনও ব্যাখ্যা মেলেনি। এর আগে সরকারের পক্ষ থেকে কখনও ভারতের ভিতর লাদাখ সীমান্তে চিনা ফৌজের অনুপ্রবেশ স্বীকার করা হয়নি। নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের চারদিন পর বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতের ভিতর কেউ ঢুকে বসে নেই। কেউ সীমান্ত পার হয়ে আসেনি। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের নথি গায়েবের সম্পর্ক আছে বলে কেউ কেউ মনে করছেন। মন্ত্রকের ওয়েবসাইটে ‘নতুন কী’ বিভাগে ‘নিয়ন্ত্রণরেখায় চিনা আগ্রাসন’ শিরোনামে মঙ্গল ও বুধবার নথিটি দেখা গিয়েছিল।
Previous Articleকেন ফিরে ফিরে আসে ৫ আগস্ট
Next Article মোম শিখায় বাগদানের রঙিন স্বপ্ন পুড়লো আগুনে
Related Posts
Add A Comment