কলকাতা ব্যুরো: কিছুটা সুখবর আজ। রাজ্যের দৈনিক সংক্রমণ ৩ হাজারের নীচে নেমে গেল। টানা ১০ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারের ওপর ছিল। তবে পরিসংখ্যান স্থিতিশীল থাকায় আশা করা হচ্ছিল, এবার গ্রাফ নিম্নমুখী হতে পারে।
সোমবার সেই আশার আলো দেখা গেল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২,৯৬৭ জন। আর সুস্থ হয়েছেন তিন হাজারের বেশি। নির্দিষ্ট সংখ্যাটি ৩,২৮৫। উত্তর ২৪ পরগনা বাদে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও সংক্রমণে রাশ পরার আভাস। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন, সুস্থ হয়েছেন ৬৫১ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১৫৮, সুস্থ ২২৩। হাওড়ায় ওই দুই পরিসংখ্যান যথাক্রমে ১০৪ ও ২২৯। হুগলিতে ১০৮ ও ৯৪। উত্তর ২৪ পরগনা ব্যতিক্রম। এই জেলায় আক্রান্ত ৭০০, সুস্থ ৬০৫। তবে মৃত্যুতে রাশ পরেছে প্রায় সব জেলায়।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃতের সংখ্যা ১৩, উত্তর ২৪ পরগনায় ১২, হাওড়ায় ৯। রাজ্যে এই ২৪ ঘণ্টায় মোট মৃত্যু অবশ্য গত কয়েকদিনের চেয়ে সামান্য বেশি। সংখ্যাটা ৫৭। ফলে রাজ্যে আজ পর্যন্ত মোট মৃত্যু ২,৮৫১। রাজ্যে মোট আক্রান্ত ১,৪১,৮৩৭ জন। করোনা মুক্ত হয়েছেন এপর্যন্ত ১,১১,২৯২ জন। সুস্থতার আরও বেড়ে হল ৭৮.৪৬। আজ ৩৫,২৬৭ জনের করোনা টেস্ট হয়েছে। ফলে রাজ্যে মোট টেস্ট হল এপর্যন্ত ১৫,৯৬,৫৭৮ জনের।