কলকাতা ব্যুরো: করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে এ রাজ্যেও। সোমবার এ কথা জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতেই এখন থেকে সপ্তাহে দুদিন করে রাজ্যে কমপ্লিট লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য।চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার গোটা রাজ্যে কমপ্লিট লকডাউন। স্বরাষ্ট্র সচিব জানান,প্রতি সপ্তাহে দুদিন করে লকডাউন হলেও বার বদলে যেতে পারে। সেটা আগাম জানিয়ে দেবে সরকার। আগামী সপ্তাহে বুধবার থাকবে কমপ্লিট লকডাউন। পরিবহন থেকে অফিস, সবই থাকবে এর আওতায়।
শুধুমাত্র কেরালা নয়, দেশের অন্যান্য রাজ্যেও যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে তা সামনে এসেছিল দিন তিনেক আগেই। আর এখন প্রতি দু’দিনে এক লাখ করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে। এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখের বেশি। এ রাজ্যেও প্রতিদিনই আক্রান্তের হার আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। গতকাল পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজার ৪৮৭ জন।
এ রাজ্যেও প্রতিদিনই আক্রান্তের হার আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। গতকাল পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজার ৪৮৭ জন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার স্বাস্থ্য দপ্তরের রিপোর্টের ভিত্তিতে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, এডিজি (আইনশৃঙ্খলা) নিয়ে বৈঠক করেন । এদিনের বৈঠকে ঠিক হয়, আপাতত ২৯ জুলাই পর্যন্ত রাজ্য সরকার এই কর্মসূচি নিচ্ছে।গোষ্ঠী সংক্রমণের চেইন ভাঙতেই সপ্তাহে দুদিন লকডাউনের সিদ্ধান্ত বলে জানান আলাপন বন্দোপাধ্যায়। তিনি জানান, একইসঙ্গে স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি করা হচ্ছে । বাড়ছে সেফ হোম । ৮৭-৮৮% উপসর্গহীন করোনা রোগী । তাদের হোম আইসোলেশনে অথবা সেফ হোম থাকতে হবে ।