সাপ্তাহিক রাশিফল (২৭ শে আগস্ট, ২০২০ থেকে ২ রা সেপ্টেম্বর, ২০২০)
মেষ রাশি: আপনাদের উদ্যম প্রচেষ্টার কারণে উন্নতি হবে এবং কর্মজীবনে যোগ্যতা অনুসারে সফলতা পাবেন। বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে। পেশামূলক কর্মজীবীদের অর্থ যশ বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনে সফলতার হার বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের জীবনে ঝগড়া-বিবাদ সুখ শান্তি কেড়ে নেবে। দাম্পত্যজীবনে বন্ধু বান্ধবের কারণে বা আত্মীয়স্বজনের কারণে ঝগড়া বিবাদ হবে। গুরুজনের স্বাস্থ্য ভালো থাকবে না। আপনারা সর্দি কাশি, ঠান্ডা লাগা, পেটের কোন গোলমাল ইত্যাদি সমস্যায় কষ্ট পাবেন। সপ্তাহের শেষের দিকে মানসিক ক্লেশ বৃদ্ধি পাবে। সন্তানের উন্নতির কারণে সুখ বৃদ্ধি পাবে।
বৃষ রাশি: ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনে উন্নতি সফলতার হার অত্যন্ত বৃদ্ধি পাবে।চাকুরীজীবিদের কর্মজীবনে কিছু সমস্যা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক সফলতার হার অত্যন্ত বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতার হার হ্রাস পাবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ঝগড়া-বিবাদ ও ভুল-বোঝাবুঝি ইত্যাদি লেগেই থাকবে। সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে না। উটকো ঝামেলায় জড়িয়ে গিয়ে মান ও অর্থহানি সম্ভব। জমি বাড়ি সংক্রান্ত কোন সমস্যা থেকে মুক্তি পাবেন।
মিথুন রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। বাতজ বেদনা, চক্ষুরোগ, চর্মরোগ ইত্যাদিতে কষ্ট পাবেন। গুরুজন প্রিয়জনের শরীর-স্বাস্থ্য চিন্তার কারন হবে। সন্তানের উন্নতিতে সুখ বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষের দিকে কোন দুঃসংবাদ আপনার সুখ হরণ করবে। দাম্পত্য জীবনে সন্দেহের কারণে কিছু সমস্যা আসবে। চাকুরীজীবিদের কর্মজীবনে তেমন কোনো শুভ পরিবর্তন হবে না। ব্যবসায়ীদের আর্থিক সফলতার হার হ্রাস পাবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতার বিষয়ে বাধা আসবে। প্রেমিক-প্রেমিকাদের জীবনে কিছু সমস্যা হবে।
কর্কট রাশি: আপনাদের সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। সাংসারিক সুখ-শান্তি হ্রাস পাবে। আপনার আবেগ অনুভূতির কদর প্রিয়জন করবে না। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের অর্থ যশ ভাগ্য অত্যন্ত সহায়ক হবে। ব্যবসায়ীদের জন্য সময়টা খুব অনুকূল যাবে না। বেকার যুবক যুবতীর নতুন কর্মসংস্থান সম্ভব। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে পতি বা পত্নীর স্বাস্থ্য চিন্তার কারন হবে। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্যভঙ্গ হবে। প্রেমিক-প্রেমিকাদের উত্তম সময় যাবে এবং একে অপরের সহযোগিতায় উন্নতি হবে। আপনারা নিজের বাক্য সংযম করুন।
সিংহ রাশি: আপনাদের পারিবারিক জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত মধুর সময় কাটবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে পতি বা পত্নীর স্বভাবের পরিবর্তনে কিছু সমস্যা হবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি সফলতার হার বজায় থাকবে। পেশামূলক কর্মজীবীদের আর্থিক উন্নতি হবে এবং যশ বৃদ্ধি পাবে। ধর্ম অনুষ্ঠানে মন আকৃষ্ট হবে। ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে সফলতার হার বৃদ্ধি পাবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর সহযোগিতায় উন্নতি হবে। সন্তানের উন্নতি সফলতার কারণে আপনাদের সুখ বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগের সময়টা বেশ ভালো যাবে; এই সময়ে অনেক দিনের অসফল কাজে মনোনিবেশ করবেন।
কন্যা রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; ফুসফুস সংক্রান্ত কোনো অসুখ, বাতজ বেদনা, চক্ষুরোগ ইত্যাদিতে কষ্ট পাবেন। মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের আর্থিক উন্নতি সম্ভব। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি বজায় থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বিঘ্নিত হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যম শুভ সময় কাটবে। সন্তানের স্বাস্থ্য ও শিক্ষার কারণে চিন্তা বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষের দিকে বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনের কারণে সমস্যা হবে। এই সপ্তাহে কোন রকম আর্থিক বিনিয়োগ করবেন না এবং জমি বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
তুলা রাশি: আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হবে। গুরুজন বা প্রিয়জনের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বজায় থাকবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে এবং নতুন কোন প্রকল্পে বিনিয়োগ শুভ হবে। পেশামূলক কর্মজীবীদের উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বাঁধা হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে পতি বা পত্নীর স্বাস্থ্য ভালো থাকবে না। সন্তানের স্বাস্থ্য চিন্তার কারন হবে। আর্থিক অপচয় বন্ধ করুন। চোট-আঘাত লাগবে বা ছোট খাটো দুর্ঘটনা হবে সচেতনতা প্রয়োজন।
বৃশ্চিক রাশি: চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক সফলতা হার হ্রাস পাবে। পেশামূলক কর্মজীবীদের জীবনে অযাচিত বাধার সম্মুখীন হতে হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ঝগড়া-বিবাদ হবে এবং সন্দেহজনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ্য ও শিক্ষা চিন্তার কারন হবে। গুরুজনের স্বাস্থ্য ভালো থাকবে না। সপ্তাহের মধ্যভাগে মানসিক দুঃখ-কষ্ট বৃদ্ধি পাবে। ভুল সিদ্ধান্তের কারণে জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে বিবিধ বাঁধার সম্মুখীন হতে হবে।
ধনু রাশি: আপনাদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না; চক্ষুরোগ, দাঁতের সমস্যা, পেটের কোন সমস্যা ইত্যাদি কষ্ট দেবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত আনন্দের সময় কাটবে। সন্তানের উন্নতিতে সুখ বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিবাহের বিষয় শুভ সংবাদ আসবে। চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের অর্থ যশ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের অত্যন্ত লাভজনক সময় কাটবে। আর্থিক সঞ্চয়ে মনোনিবেশ করুন। জমি বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান হবে।
মকর রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না; বাতজ বেদনা, পেটের গোলমাল, মাইগ্রেন, চক্ষুরোগ ইত্যাদি কষ্ট দেবে। সন্তানের স্বাস্থ্য ও শিক্ষা চিন্তার কারন হবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা ভালো যাবে না। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্ররোচনায় শিকার হবেন সাবধানতা প্রয়োজন। চাকুরিজীবীদের কর্মজীবনে সফলতা হ্রাস পাবে এবং কর্মক্ষেত্রে বিবিধ গোলযোগের শিকার হতে হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি মধ্যম মানের হবে। পেশাগত কর্মজীবীদের অর্থ যশ ভাগ্য খুব শুভ নয়। মাতা বা মাতৃস্থানীয়া কারোর স্বাস্থ্য ভালো থাকবে না। সপ্তাহের শেষের দিকে মানসিক কষ্ট উদ্বেগ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি: আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগে আত্মীয় বন্ধু-বান্ধবের দ্বারা সমস্যার সম্মুখীন হতে পারেন সচেতনতার প্রয়োজন। চাকুরীজীবিদের কর্মজীবনে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে। পেশামূলক কর্মজীবীদের অর্থ যশ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আর্থিক শুভ হবে। দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় থাকবে তবে পতি বা পত্নীর স্বাস্থ্যভঙ্গ হবে। অবিবাহিতদের বিবাহ বিষয়ে শুভ সময় যাবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগের অভাব হবে। প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত মধুর সময় কাটবে। সন্তানের উন্নতিতে সুখ বৃদ্ধি পাবে। ব্যয় নিয়ন্ত্রণ করুন এবং আর্থিক সঞ্চয়ে মনোযোগ দিন।
মীন রাশি: আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে না; আমাশয়, সর্দি কাশি, চক্ষুরোগ, দাঁত বা গলা সংক্রান্ত কোন রোগ ইত্যাদিতে কষ্ট পাবেন। মানসিক অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে। চাকুরীজীবিদের কর্মক্ষেত্রে উন্নতি সফলতা বৃদ্ধি পাবে তবে গুপ্তশত্রুতার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি মধ্যম মানের হবে। পেশাগত কর্মজীবীদের আর্থিক উন্নতি সফলতা অত্যন্ত বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি হ্রাস পাবে। প্রেমিক-প্রেমিকাদের সময়টা খুব একটা শুভ যাবে না। আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। গুরুজন প্রিয়জনের স্বাস্থ্যভঙ্গ হবে। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে।