কলকাতা ব্যুরো: কেবলই নতুন নতুন মামলায় জড়িয়ে পড়ছেন রেহা চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের বান্ধবী কোনো দিন মাদক নেননি বলে দাবি করেছেন তাঁর আইনজীবী। কিন্তু বুধবার রেহার বিরুদ্ধে মাদক আইনে ২০বি, ২৮ ও ২৯ নম্বর ধারায় মামলা দায়ের করলো নারকটিক কন্ট্রোল ব্যুরো। মাদক কেন বা বিক্রি বা ব্যবহার, মাদক সংক্রান্ত অপরাধ সহ বেশ কিছু ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এনসিবি। এ ব্যাপারে রেহার এক গ্রূমিং সহযোগীর ব্যাপারে খোঁজখবর শুরু হয়েছে।
আবার সিবিআই সুশান্ত সিংয়ের রহস্যমৃত্যু তদন্তে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। সিদ্ধার্থ পিঠানি সহ বেশ কয়েকজনের বক্তব্যের অসঙ্গতি যথেষ্ট চিন্তায় রেখেছে তদন্তকারীদের।
Previous Articleউত্তরে চিন্তায় রাখছে করোনা
Next Article সাপ্তাহিক রাশিফল
Related Posts
Add A Comment