কলকাতা ব্যুরো: দিন কয়েকের বৃষ্টিতে পরিবেশ খানিক ঠান্ডা হয়েছে ঠিকই। কিন্তু ফের বাজার রীতিমতো গরম হয়ে উঠেছে। খুচরো বাজারে বাঙালির অল সিজন সব্জি আলুর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে। কাঁচা লঙ্কা ২৫০ টাকা কিলো। মানে একশো গ্রাম কাঁচা লঙ্কা কিনতে গেলেও খরচ করতে হচ্ছে ২৫ টাকা। টমেটো, বেগুন, পটল-সবই ৬০ টাকা কিলো। দেশি পটল তো বিকোচ্ছে ১০০ টাকা কেজি দরে। দামটা যে অনেকটাই চড়া তা বুঝছেন দোকানিরাও। সে কারণে কেজিতে দাম বলছেন না তারা। কি বলছেন? বলছেন, ১০ টাকা ১০০ গ্রাম। এমনকি পেঁপেও ৫০ টাকা কিলো। উচ্ছে ৭০ টাকা। পাতি লেবুও ৫ টাকা পিস।
কিন্তু বাজারে সব্জির কেন এমন চড়া দাম? চাষি এবং বাজার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে উঠে এলো দুটি কথা। তাদের মতে, একেই গত কয়েকদিনের বৃষ্টিতে লতানে এবং নিচু জমির গাছগুলোর ক্ষতি হয়েছে। করোলা, উচ্ছে, পটল – এ সবই লতানো গাছ। তা ছাড়াও বৃষ্টিতে ফসল তোলার কাজ করতেও অসুবিধা হচ্ছে। সঙ্গে দুদিন চললো লক ডাউন। ফলে বাজারের জোগানেও সমস্যা আছে। সব মিলিয়ে সব্জির দামে গৃহস্থের নাভিশ্বাস উঠছে।