কলকাতা ব্যুরো: প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের খুলে দেওয়া হলো বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার রাস্তা। প্রথম দফায় দিনে দু’হাজার করে পূর্নার্থী মন্দির যেতে পারবেন। করোনা আবহে রোগ ছড়ানোর আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছিল বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার রাস্তা।
প্রাথমিকভাবে দিনে দু’হাজার ভক্তকে এখন যাওয়ার অনুমতি দেওয়া হলেও এক সপ্তাহ পরে ফের বিষয়টি বিবেচনা করবে কর্তৃপক্ষ। এদিন কাটরা থেকে ফের যাত্রা শুরুর আগে মন্দিরের পথ খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি তীর্থ যাত্রীরা।