কলকাতা ব্যুরো : স্বাধীনতা দিবসে রাস্তায় নেমে দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার ডাক দিল রাজ্য বামফ্রন্ট। কলকাতার ৪৩ টি জায়গায় এদিন এ দিন ছোট ছোটো জমায়েত করে বামফ্রন্টের শরিক ও সহযোগী দলগুলি। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে কোথাও যৌথভাবে আবার কোথাও সি পি এম একার শক্তিতে নিজেদের মতো করে পথে নেমেছিল। অনেক জায়গায় কংগ্রেস ও বাম দলগুলির সঙ্গে যৌথভাবে প্রতিবাদের আয়োজন করে এবং সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেয়।
এন্টালি মোড়ে জমায়েতে হাজির ছিলেন বিমান বসু। কলেজ স্ট্রিট মোড়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন সূর্যকান্ত মিশ্র। কলকাতা ছাড়াও হুগলির শেওড়াফুলি তে সংবিধান রক্ষার কর্মসূচিতে হাজির ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান।
এন্টলিতে বক্তব্য রাখতে গিয়ে বিমান বাবু বলেন প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠাকে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেছেন। সংঘ পরিবারের কাছে এখন স্বাধীনতার পাঠ নিতে হবে ভারতকে ? দেশের স্বাধীনতা এবং সংবিধান রক্ষায় যে কোনো রকম প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য বামফ্রন্ট প্রস্তুত।