কলকাতা ব্যুরো: খুলছে না বার। খুলছে জিম। আপাতত বন্ধ স্কুল-কলেজে। ১ অগস্ট থেকে আনলক ৩.০ শুরু হচ্ছে। চলবে ৩১ অগস্ট পর্যন্ত। ৫ অগস্ট থেকে খুলবে জিম ও যোগ প্রশিক্ষণ কেন্দ্র। তবে জল্পনা থাকলেও সিনেমা হল খোলায় ছাড় দেওয়া হল না। কেন্দ্রীয় সরকারের ঘোষণায় জানা গেল, আরও একমাস মেট্রো চলবে না। আপাতত রাজ্যগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে কেন্দ্র এই বিজ্ঞপ্তি জারি করলো।
[3d-flip-book mode=”fullscreen” urlparam=”fb3d-page” id=”5859″ title=”false”][/3d-flip-book]