কলকাতা ব্যুরো : ফিফা জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠালো মোহানবাগানকে। ফিফা তার অফিসিয়াল ট্যুইটার বার্তায় জানিয়েছে, কোনও ক্লাব যখন নিউইয়র্কের টাইমস স্কোয়ার এর বিলবোর্ডে নিজের ক্লাবের বর্ণময় এবং সৌন্দর্যমন্ডিত পতাকা উত্তোলন করে, তখন বুঝতে হয়, শুধুমাত্র এক দেশীয় ক্লাবের সীমানা অতিক্রম করে তা একটা আরও বড়ো আকার নিয়েছে। “হ্যাপি মোহনবাগান ডে পৃথিবীর সবথেকে আবেগপ্রবণ ফুটবল ক্লাবকে” – এ ভাবেই ফিফার তরফ থেকে মোহনবাগান দলকে উৎসাহিত করা হয় ফিফার শুভেচ্ছা বার্তায়।
Previous Article‘প্রাইভেট’ বিচে চাঁদের হাট
Next Article খুলছে জিম, বন্ধ বার
Related Posts
Add A Comment