কলকাতা ব্যুরো: রেশন দুর্নীতির অভিযোগ পিছু ছাড়ছে না। অভিযোগ পেলেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় চলছে সমান তালে। তারই মধ্যে আবার ট্রাক বোঝাই চাল হাপিস করে দেয়ার চেষ্টা অভিযোগ মুর্শিদাবাদের ডোমকলে।
সোমবার রাতে রেশনের চাল বোঝাই লরি আটকে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত ট্রাক আটকে বিক্ষোভ চলে ডোমকলের কাটাকোপরা গ্রামে। অভিযোগ স্থানীয় রেশন ডিলার ফিরদৌসী বিবি রাতের অন্ধকারে মজুত রেশন সামগ্রী স্থানীয় এক আড়ৎদারের কাছে লরিতে করে পাচার করছিলো। স্থানীয়দের সন্দেহ হওয়ায় লোকজন ট্রাক আটক করে। পরে পুলিশ গিয়ে লরিটি থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে যান ডোমকলের বিডিও পার্থ মন্ডল।