কলকাতা ব্যুরো: শেষ পর্যন্ত তাহলে বাবা রামদেবেই কী ভরসা রাখছে বিসিসিআই? আইপিএলের মূল স্পনসর হিসেবে এবার বাবা রামদেবের পতঞ্জলিকেই দেখা যাবে কি না তা জানা যাবে আর দিন দুয়েকের মধ্যে।
তার আগেই অবশ্য পতঞ্জলির তরফে সংবাদ সংস্থাকে যা ইঙ্গিত, তাতে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা এবারের জন্য আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় পতঞ্জলির সঙ্গেই প্রাথমিক কথা বলেছে বিসিসিএল। ১৪ আগস্ট যদি পতঞ্জলি নিজেদের নাম লেখায় আইপিএলের স্পনসর হওয়ার দৌড়ে সেক্ষেত্রে সৌরভ-জয় শাহরা এবার ভরসা রাখতে পারেন রামদেবেই।