কলকাতা ব্যুরো: সাতদিনও হলো না। ট্যাক্সির বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নিতে বাধ্য হল টাক্সি মালিকরা। শুক্রবার বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন বা বিটিএ-র তরফে জানিয়ে দেওয়া হয়, আগের মতই প্রথম দু’কিলোমিটার যাত্রীরা ৩০টাকা ভাড়াতেই যেতে পারবেন।
দিন কয়েক আগেই সেই ভাড়া ৫০ টাকা করা হয়েছিল। কিন্তু সরকারের চাপ এবং সাধারণ মানুষের ট্যাক্সির থেকে মুখ ফিরিয়ে নেওয়া দেখেই ট্যাক্সি মালিকরা ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয়।