কলকাতা ব্যুরো: বাস মালিকদের সমস্যা সমাধানে ট্যাক্স, পারমিট ফি-তে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এবার এই একই সুবিধা পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্কুলবাস মালিকরা। তাদের দাবি, স্কুল বন্ধ থাকায় এপ্রিল মাস থেকে কোনও স্কুল বাস চলছে না। লক ডাউনে টানা অফিসও বন্ধ ছিল। ফলে অফিস বাসও চলেনি। তাদের কোনও রোজগার নেই। অথচ চালক এবং হেল্পারদের মাইনে তাঁদের দিতে হয়েছে। ফলে কন্ট্রাক্ট ক্যারেজের মালিকদের খুবই খারাপ অবস্থা।
এই অবস্থায় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স, পারমিট ফি এগুলো স্কুল এবং অফিস বাসকেও মকুব করা হোক। ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স এন্ড অপারেটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে এদিন মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক হিমাদ্রি গঙ্গোপাধ্যায় বলেন, ‘স্কুলবাস মালিকদের অবস্থা খুব খারাপ। কোনো আয় নেই। সরকারের কাছে আমাদের আবেদন অবিলম্বে এই ট্যাক্স, পারমিট ফি মকুব করা হোক।’