কলকাতা ব্যুরো: সিবিআই হাতেকলমে তদন্ত শুরুর আগেই সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যে দিশা আত্মহত্যার ঘটনা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। সুশান্তের আপ্ত সহায়ক দিশার ৮ জুন মৃত্যুর পর থেকে ঘটনাক্রম নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। ইতিমধ্যে অভিনেতা ও তাঁর বান্ধবী রেহা চক্রবর্তীর ফোনের কল ডিটেইলস এখন পাবলিক মঞ্চে। একপক্ষ দাবি করছে, ৮ জুনের পর থেকে রেহার সঙ্গে কোনো ফোন যোগাযোগ ছিল না রেহার। আবার অন্য অংশ সেই দাবি আর এক ধাপ এগিয়ে আরও দাবি, ৮ জুনের পর থেকে রেহা, সুশান্তের ফোন নম্বর ব্লক করে দিয়েছিল।
এই অবস্থায় সিবিআই তদন্তে মাঠে নামার পর মিডিয়ার এমন দাবি আর পাল্টা দাবির কোনো গুরুত্ব থাকে কি না তা নিয়ে জল মাপা চলছে। এরইমধ্যে এই তদন্তে মুম্বাই যাওয়া বিহার পুলিশের দল এদিনই রাজ্যে ফিরছে। তবে পুলিশ সুপারকে কোয়ারিনটিন করার ঘটনায় মামলা করছে বিহার পুলিশ।