কলকাতা ব্যুরো: আবার এক বলিউড অভিনেতার রহস্যমৃত্যু। অভিনেতার নাম সমীর শর্মা। মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার উদ্ধার হয়েছে দেহ। ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে ফ্ল্যাটে।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, দুদিন আগে সমীরের মৃত্যু হয়েছে। এই মৃত্যুও আত্মহত্যা না খুন, তা জানতে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ। মূলত টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ সমীর। ঘর ঘর কি কাহানি, দিল কেয়া চাহতা হায়, ইয়া রিস্টা হাই প্যার কা বা লিফট রাইট লেফট এর মতো সিরিয়ালের সুবাদে পরিচিত মুখ সমীর।
সুশান্ত সিং রাজপুতের পর আরেক অভিনেতার রহস্যজনক মৃত্যু ঘিরে জল্পনা ও ধোঁয়াশা বলিউডে।